News71.com
 International
 12 Apr 17, 12:00 PM
 242           
 0
 12 Apr 17, 12:00 PM

রাস্তায় বাধা বিপত্তি থাকলে সিগন্যাল দেবে অটোম্যাটিক ডিভাইস।।

রাস্তায় বাধা বিপত্তি থাকলে সিগন্যাল দেবে অটোম্যাটিক ডিভাইস।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গাড়ি নিয়ে চলতে গিয়ে রাস্তায় গরুর মুখোমুখি সংঘর্ষ হয়নি এমন ঘটনা কম নেই। এবার এরকম ঘটনা থেকে বাঁচতে ভারতীয় বিজ্ঞানীরা তৈরি করেছেন বাঁধা সনাক্তকরন একটি অটোম্যাটিক ডিভাইস। এই ডিভাইসে একটি ড্যাশবোর্ড ক্যামেরা ও একটি অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এই অ্যালগরিদম গাড়ির কাছে কোনো বস্তু আছে কিনা, রাস্তায় কোনো গরু আছে কিনা বা এর চলাচল গাড়ির জন্য ডেঞ্জারেস হতে পারে কিনা তা শনাক্ত করবে।

এমন কোনো কিছু শনাক্ত হলে এই ডিভাইসটি অডিও বা ভিসুয়্যাল উপায়ে ড্রাইভারকে সিগন্যাল দেবে। এই ডিভাইস বানানো নিয়ে ইন্দোনেশিয়ান জার্নাল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স- একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। এতে গবেষকরা বলেন,গরু শনাক্তকরণের ক্ষেত্রে প্রস্তাবিত এই ব্যবস্থা ৮০ শতাংশ কার্যকারিতা অর্জন করেছে।

এই গবেষণার গবেষক গুজরাট টেকনোলজি ইউনিভার্সিটি ইন আহমেদাবাদ-এর ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-এর শচীন শর্মা ও ধর্মেশ শাহ-এর তথ্যমতে, প্রস্তাবিত এই ব্যবস্থা কম খরচের। হাইওয়েতে পরীক্ষার পর উচ্চমাত্রায় নির্ভরযোগ্য এই ব্যবস্থা খুব সহজে রাস্তায় গরু বা অন্য কোনো প্রাণী শনাক্তে অটোমোবাইলে ব্যবহার করা যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন