News71.com
 International
 11 Apr 17, 10:34 PM
 305           
 0
 11 Apr 17, 10:34 PM

পাকিস্তানি দেখলেই গাছে ঝুলিয়ে ফাঁসি।।বলিউডের গায়ক অভিজিৎ.....

পাকিস্তানি দেখলেই গাছে ঝুলিয়ে ফাঁসি।।বলিউডের গায়ক অভিজিৎ.....

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানি দেখলেই গাছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ফতোয়া দিলেন অভিজিৎ। বলিউডের এই বিতর্কিত এর আগেও অতীতে নানা বিতর্কিত কথা বলার জন্য শিরোনামে এসেছেন। এবার তিনি মুখ খুললেন চরবৃত্তির অভিযোগে পাকিস্তানে মৃত্যুদণ্ড পাওয়া কুলভূষণ  যাদবকে নিয়ে। অভিজিৎ টুইটারে লিখেছেন,ভারতে পাকিস্তানি দেখলে তাকে গাছে ঝুলিয়ে দাও। বলিউডের ৩ খান এই বিষয় নিয়ে চুপ কেন? খানেরা এখন করণ জোহর বা বিক্রম ভাটের বাড়িতে বসে রয়েছেন। ’

অন্যদিকে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন,গুপ্তচর সন্দেহে কুলভূষণ যাদবকে ফাঁসি দিলে চরম ফল ভোগ করতে হবে পাকিস্তানকে। মৃত্যুদণ্ড বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তা গভীর প্রভাব ফেলবে। দেশটির সংসদে দাঁড়িয়ে এই ভাষাতেই ইসলামাবাদকে হুঁশিয়ারি দিলেন তিনি। উল্লেখ্য,গতকাল সোমবার গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রাক্তন ভারতীয় নেভি অফিসার কূলভূষণ যাদবকে ফাঁসির নির্দেশ দেয় পাকিস্তানের একটি সামরিক আদালত। পাকিস্তানের সেনাপ্রধান কামার আসিফ বাজওয়া সেই খবর নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন