আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকওয়া ইবোম রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী ইকাত থেকে তুরস্কের দুই নির্মাণ শ্রমিককে অপহরণ করা হয়েছে। অজ্ঞাতনামা বন্দুকধারীরা হোটেল কক্ষ থেকে তাদেরকে অপহরণ করে। সোমবার (১০ এপ্রিল) স্থানীয় পুলিশ রাতে একথা জানায়।
রাজ্য পুলিশ কামান্ডের মুখপাত্র চুকউ ওকেচুকউ জানান, বন্দুকধারীরা রবিবার ইকাত নগরীর এয়ারস্ট্রিপ হোটেল থেকে তুরস্কের এ দুই নাগরিককে অপহরণ করে। তারা আকওয়া রাজ্যের অন্না এলাকায় বিকেএস কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতো।
ওকেচুকউ জানান, পুলিশ অপহৃত এ দুই তুর্কি কর্মীকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছে। পুলিশ মুখপাত্র জানান, এখন পর্যন্ত কোন গ্রুপ এ অপহরণের দায়িত্ব স্বীকার কিংবা মুক্তিপণও দাবি করেনি।