News71.com
 International
 11 Apr 17, 09:53 PM
 209           
 0
 11 Apr 17, 09:53 PM

সুইডেনে ট্রাক হামলায় আটক ব্যক্তির দ্বায় স্বীকার

সুইডেনে ট্রাক হামলায় আটক ব্যক্তির দ্বায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের রাজধানী স্টকহোমে ট্রাক হামলার কথা স্বীকার করেছেন পুলিশের হেফাজতে থাকা সন্দেহভাজন ব্যক্তি। আদালতের শুনানিতে তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

উজবেকিস্তানের নাগরিক রাখমাত আকিলভ (৩৯) আদালতে ও পুলিশি জিজ্ঞাসাবাদের সময় হামলার বিষয়টি স্বীকার করেন। নীল পোশাক পরা আকিলভকে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়।

আকিলভের আইনজীবী জোহান এরিকসন জানিয়েছেন, ‘সন্ত্রাসী অপরাধের কথা তিনি এখন স্বীকার করছেন এবং তাকে এখন আটক অবস্থায় থাকতে হবে, এ বিষয়েও তার কোনো অমত নেই।’

বিচার কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়, এ ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজনকে আর আটক রাখা হবে না। তবে যেহেতু তিনি এরই মধ্যে প্রত্যর্পণ আদেশ ভঙ্গ করেছেন, সেহেতু তাকে এখনই ছাড়া হবে না। রুদ্ধদ্বার এই শুনানির সময় আদালতে কড়া নিরাপত্তা ছিল এবং প্রেস গ্যালারি সাংবাদিকে ভরা ছিল।

সুইডিশ পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কাছে আকিলভ পরিচিত। সুইডেনে তাকে নাগরিকত্ব না দেওয়ায় তিনি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন। তবে স্টকহোমের এ হামলার দায় কেউ স্বীকার করেনি। প্রসঙ্গত, শুক্রবার স্টকহোমে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাক চালিয়ে দেওয়ায় চারজন নিহত হন। বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন