News71.com
 International
 11 Apr 17, 06:41 PM
 226           
 0
 11 Apr 17, 06:41 PM

আফগানিস্তানে সামরিক অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬ জঙ্গি নিহত।।

আফগানিস্তানে সামরিক অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬ জঙ্গি নিহত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী নতুন জঙ্গি বিরোধী অভিযান শুরু করেছে। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৬ জঙ্গি নিহত হয়েছে। আজ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয় জানায়,গত ২৪ ঘণ্টায় আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী ৫টি প্রদেশে সাতটি সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। এতে ৪৬  সশস্ত্র জঙ্গি নিহত ও অপর ২১ জন আহত হয়েছে। অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্রও উদ্ধার করেছে। তবে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে তারা কিছু বলেনি।

এতে আরো বলা হয়,নানগরহার প্রদেশের আচিন জেলা, হেরাতের গোরিয়ান জেলা, জাওযানের দারজাব জেলা,উরুজগানের তিরিনকোত জেলা ও সারি পুল প্রদেশের সায়াদ জেলায় অভিযানগুলো চালানো হয়। এদিকে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন