আন্তর্জাতিক ডেস্ক : চীনা সরকার এক ঘোষণায় বলেছে, বিদেশি গুপ্তচরদের সম্পর্কিত তথ্য দিলে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, রাজধানী বেইজিংয়ের বাসিন্দারা গুপ্তচরদের সম্পর্কে তথ্য দিয়ে নগদ অর্থ আয় করতে পারবে। ১০ হাজার ইউয়ান থেকে শুরু করে তথ্যের গুরুত্ব বুঝে ৫ লাখ ইউয়ান (৭২ হাজার ডলার) পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
বেইজিংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গুপ্তচর বৃদ্ধি ও বিদেশি চরদের বিরুদ্ধে জনগণ নিরাপত্তা বেষ্টনী তৈরিতে সাহায্য করতে পারে। চীনা কর্তৃপক্ষ গত বছর সতর্কমূলক প্রচারাভিযান শুরু করে এবং বাসিন্দাদের সতর্ক করা হয়, তারা যেন বিদেশি চরদের প্রলোভনে না পড়ে। নতুন এই ঘোষণা দেওয়া হয়েছে বেইজিং পৌরপ্রশাসনের নিরাপত্তা শাখা থেকে। বলা হয়েছে, গত বছর চালু হওয়ায় হটলাইনে অথবা স্বশরীরে ও অনলাইনে গুপ্তচরের তথ্য দিতে পারে বাসিন্দারা।
চীনে অনেক বিদেশি গুপ্তচর সক্রিয় রয়েছে বলে আশঙ্কা করে থাকে কর্তৃপক্ষ। আবেগি সম্পর্কে জড়িয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় গুপ্তচররা। আবার সাধারণভাবে গুপ্তচরবৃত্তি করা হয়ে থাকে। জানুয়ারি মাসে জিয়াংসু প্রদেশে একদল জেলের কাছ থেকে গুপ্তচরবৃত্তির ডিভাইস উদ্ধার করে চীনা কর্তৃপক্ষ। ফলে সব বিদেশির বিষয়ে সতর্ক থাকতে বলেছে প্রশাসন।