আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হর প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটির কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। এতে ওই হামলাকারী নিহত হয়। সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।
প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ঘানি খেল জেলার মর্কো বাজার এলাকায় এক আতœঘাতী হামলাকারী তার বিস্ফোরক ভর্তি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়।’ বিবৃতিতে আরো বলা হয়, হামলাকারী সেখানে থাকা নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা চালালেও গাড়িটি সেখানে পৌঁছার আগেই বিস্ফোরণ ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি।