আন্তর্জাতিক ডেস্ক : ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি যখন ভারত আসি তখন নানা কথা শুনতে হয়েছে। আমি নাকি দেশ বেঁচে দিলাম। কতটুকু কি বিক্রি করলাম আপনারাই জানাবেন। যারা এসব কথা বলেন তারা অর্বাচীন।’ আজ সোমবার (১০ এপ্রিল) ভারতের ক্ষমতাসীন দল বিজেপির থিংক ট্যাংক ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের ক্রয় ক্ষমতা বাড়ানো দরকার। বাজার সম্প্রসারিত হবে। প্রতিবেশী দেশের সঙ্গে কিছু সমস্যা থাকবেই। আমি মনে করে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। যেমন সীমান্ত হাটে সমস্যার সমাধান করেছি, গঙ্গার পানি চুক্তি করেছি। ‘৬৫ সালে যুদ্ধের সময় যেসব যোগাযোগ বন্ধ হয়েছিল তা খুলে দিচ্ছি। আমাদের ব্যবসায়ী যারা সেটা নিশ্চয় তারা বুঝতে পারবেন। বেঁচে গেলাম না নিয়ে গেলাম আপনারাই বলতে পারবেন।’ প্রসঙ্গত, চারদিনের রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনা এখন ভারত আছেন। আজ সন্ধ্যায় তার দেশে ফেরার কথা। এ সফলে ভারতের সঙ্গে ৩৬ টি চুক্তি ও সমঝোতা স্মারক সাইন করেছেন।