News71.com
 International
 10 Apr 17, 11:18 AM
 246           
 0
 10 Apr 17, 11:18 AM

আবারও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলা, আহত ২ ছাত্র।।   

আবারও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলা, আহত ২ ছাত্র।।   

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বভারতীর হোস্টেলের ভেতরে ঢুকে আবারও হামলা চালিয়েছে বহিরাগতরা। এতে আহত হয়েছে ২ছাত্র। প্রশ্নে উঠেছে ক্যাম্পাসের অভ্যন্তরে  পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও। তবে অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদ নেতার দিকে। দিন কয়েক ধরেই চলছে এই ঝামেলা। তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে বিদ্যাভবন হোস্টেলে বসানো হয়েছিল সিসিটিভি। তবুও এড়ানো গেল না সংঘর্ষ। 

এ ব্যাপারে বিশ্বভারতী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বিশ্বভারতীতে চলে আসা সাম্প্রতিক ছাত্র রাজনীতি নিয়ে দ্বন্দ্ব বাঁধে ২পক্ষের ছাত্রদের মধ্যে। পরে  সেই দ্বন্দ্ব রূপ নেয় হাতাহাতিতে। ঘটনায় মাথা ফেটে আহত হয় অষ্টম নস্কর নামে বিশ্বভারতীর ছাত্র। রাতেই তাকে প্রথমে বিশ্বভারতীর পিয়ারর্সন মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। পরে গতকাল রোববার সকালে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত হয়েছেন চীনা ভবনের ছাত্র আমন হোসেনও। 

এদিকে আহতদের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা জামসেদ আলির নেতৃত্বে এই হামলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামসেদ আলি। সব মিলিয়ে, এমন ঘটনা চরম আতঙ্ক ছড়িয়েছে সাধারণ পড়ুয়াদের মধ্যে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন