News71.com
 International
 10 Apr 17, 10:16 AM
 218           
 0
 10 Apr 17, 10:16 AM

আইএস বিরোধী অভিযানে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করল মিশর....

আইএস বিরোধী অভিযানে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করল মিশর....

 

আন্তর্জাতিক ডেস্কঃ আইএস হামলায় রক্তাক্ত মিশরে জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে। আগামি ৩মাস অর্থাৎ ৯০ দিন এই অবস্থা জারি থাকবে। ঘোষণা করেছেন  মিশেরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি। বিবৃতিতে তিনি জঙ্গি হামলা কড়া নিন্দা করেছেন। প্রেসিডেন্টের নির্দেশের পরই বিশেষ জঙ্গি দমন অভিযান শুরু হচ্ছে নীল নদের দেশে। প্রস্তুত মিশরীয় সেনা বাহিনী৷ হামলা দায় নিয়েছে ইসলামিক স্টেট৷ জঙ্গি সংগঠনের আন্তর্জাতিক মুখপত্র ‘আমাক’ নিউজ এজেন্সি সেই বার্তা প্রচার করে। গতকাল রবিবার খ্রিষ্টান ধর্মীয় দিবস পালনের মুহূর্তে জোড়া বিস্ফোরণে রক্তাক্ত হয় মিশর। মিশরের তানতা ও আলেকজান্দ্রিয়ায় ২টি চার্চে নাশকতা হয়েছে। হামলায় নিহত কমপক্ষে ৪৫। মিশরে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছে আন্তর্জাতিক মহল।

রক্তাক্ত রবিবার পার করে আজ সোমবার বেদনাতুর দিন দেখছে মিশর। রাজধানী কায়রোতে জারি হয়েছে বিশেষ নিরাপত্তা। আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্র মিশর। বিভিন্ন দেশ থেকে মিশরে আসনে অনেকে৷ ভিনদেশী পর্যটকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার৷ পরিস্থিতি বিবেচনা করে প্রেসিডেন্ট আল সিসি দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন। তার পরেই জারি হয়েছে ৩মাসের  জরুরি অবস্থা। জঙ্গি হামলা জড়িত থাকার সন্দেহে শুরু হয়েছে ধরপাকড়৷ এমনই দাবি বিভিন্ন মানবাধিকার সংগঠনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন