News71.com
 International
 10 Apr 17, 01:04 AM
 242           
 0
 10 Apr 17, 01:04 AM

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ।।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ।।

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে সাক্ষাত করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ২দেশের গতকাল অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রণব মুখার্জী বলেন, তাঁর পত্নী শুভ্রা মুখার্জীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতি সমবেদনা জানাতে কষ্ট স্বীকার করে ভারত সফর করে যে অভিব্যক্তি প্রকাশ করেছেন তা ব্যক্তিগতভাবে তাঁকে স্পর্শ করেছে। 

শেখ হাসিনা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি সর্বান্তকরণে সমর্থন দানের জন্য প্রণব মুখার্জীকে ধন্যবাদ জানান। প্রেস সচিব বলেন, তারা ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনার ভারতে নির্বাসিত জীবনে তাদের দুই পরিবারের স্মৃতিচারণ করেন। 

ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নেয়া এবং ২দেশের মধ্যে বিদ্যমান  সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তিদানের জন্য অব্যাহত উদ্যোগ গ্রহণে শেখ হাসিনার প্রশংসা করেন। পরে শেখ হাসিনা তাঁর সম্মানে ভারতীয় রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন