News71.com
 International
 10 Apr 17, 01:02 AM
 233           
 0
 10 Apr 17, 01:02 AM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির জন্য সিরীয় যুদ্ধ গুরুত্বপূর্ণ ।।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির জন্য সিরীয় যুদ্ধ গুরুত্বপূর্ণ ।।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে অবহিত করে বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির  জন্য সিরীয় যুদ্ধ গুরুত্বপূর্ণ। সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে এই প্রথম তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানালেন। গত বৃহস্পতিবার রাতের হামলা নিয়ে ট্রাম্প বলেন, এটা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ও দেশটিতে চলমান মানবিক পরিস্থিতির অবনতি রুখতে প্রয়োজন ছিল। 

এর আগে ট্রাম্প বলেছিলেন, গত মঙ্গলবারের রাসায়নিক হামলার প্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমর্থন দেননি অনেকে। সিনেটর র্যান্ড পল ট্রাম্পের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র কোনও হামলার শিকার হয়নি এবং এই সিদ্ধান্তের আগে কংগ্রেসে আলোচনা করা প্রয়োজন ছিল। ফ্লোরিডায় গলফ কোর্সে যাওয়ার আগে কংগ্রেসে বিষয়টি অবহিত করে যান ট্রাম্প। এটি মাত্র তিন অনুচ্ছেদের চিঠি ছিল বলে জানিয়েছে পলিটিকো।

দায়িত্ব নেওয়ার আগে বিমান হামলা চালানোর জন্য বারাক ওবামার সমালোচনা করেছিলেন ট্রা্ম্প। ওবামাকে উদ্দেশ্য করে এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, হামলার আগে ওবামার কংগ্রেসের অনুমতি নেওয়া প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন