News71.com
 International
 09 Apr 17, 10:02 PM
 188           
 0
 09 Apr 17, 10:02 PM

ভারতের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি সংসদে উত্থাপনের দাবি জানাল টিআইবি'র ।।

ভারতের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি সংসদে উত্থাপনের দাবি জানাল টিআইবি'র ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাথে বিভিন্ন আর্ন্তজাতিক চুক্তিগুলো সর্ম্পকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে বিভিন্ন সময়ে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তিগুলো জাতীয় সংসদে উত্থাপন ও জনসমুক্ষে প্রকাশ করা হয়নি। এতে সংসদ ও জনগণের অধিকার ক্ষুন্ন করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো আগামী সংসদ অধিবেশনে উত্থাপন ও তা নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। আজ রবিবার দুপুরে টিআইবি'র ধানমন্ডিস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহবান জানানো হয়। দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনের কার্যক্রমের ওপর টিআইবি'র পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ভিত্তিক গবেষণা প্রতিবেদন পার্লামেন্টওয়াচ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি'র গবেষণা ও পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার জুলিয়েট রোজেটি ও অ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার অমিত সরকার।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের ও রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সুলাতানা কামাল বলেন, জনগন রাষ্ট্রের মালিক। ফলে জনপ্রতিনিধিরা কি সিদ্ধান্ত নিলেন বা কি চুক্তি করলেন, তা জনগনের জানার অধিকার রয়েছে। তাই কোন চুক্তি হলে তা রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংসদে উত্থাপন করতে হবে। কিন্তু তা করা হচ্ছে না। যেটাকে আমরা অসাংবিধানিক বলে মনে করি। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই চুক্তিগুলো সম্পর্কে আগেই সংসদকে জানানো উচিত ছিলো। কারণ কি চুক্তি হবে, তা আগেই চূড়ান্ত হয়েছে। তবে প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে এবিষয়ে উদ্যোগ নিবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আন্তর্জাতিক চুক্তি সংসদে উত্থাপন ও জনগণের নিকট প্রকাশ না করা সংসদের অধিকারকে খর্ব করা হয়েছে বলে দাবি করেছেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সংবিধান অনুসারে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়া সকল আন্তর্জাতিক চুক্তি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপনের কথা থাকলেও একটি চুক্তিও উপস্থাপিত হয়নি। এ সংসদের সময়ে ৫৯টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন