News71.com
 International
 09 Apr 17, 08:58 PM
 190           
 0
 09 Apr 17, 08:58 PM

আমেরিকাস্থ বাংলাদেশ প্রেসক্লাবে নতুন ৮ জনকে সদস্যপদ প্রদান

আমেরিকাস্থ বাংলাদেশ প্রেসক্লাবে নতুন ৮ জনকে সদস্যপদ প্রদান

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় ৮ জনকে প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়েছে। গত রবিবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতভাবে তাদের সদস্যপদ প্রদান করা হয়। এ সময় সদস্যপদ প্রদান ছাড়াও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মীর শিবলী,যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ,কার্যকরী সদস্য কানু দত্ত ও আজিম উদ্দিন অভি, অভিষেক কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদ আহম্মেদ এবং সদস্য বাছাই কমিটির সদস্য ও অভিষেক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান।

সভায় বাছাই কমিটির সুপারিশক্রমে খবর ডটকমের সম্পাদক শিব্বির আহমেদ, ইউএস বাংলা২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক আব্দুল হামিদ, এ কে আজাদ লিটু (ফ্রিল্যান্স), খবর ডটকমের জর্জিয়া ব্যুরো প্রধান ও জর্জিয়া বাংলা ডটকমের সম্পাদক মঞ্জুরুল কবীর রুমী, ঠিকানার ফ্লোরিডা প্রতিনিধি আতিকুর রহমান, বোস্টন প্রতিনিধি প্রতাপ চন্দ্র শীল এবং আটলান্টিক সিটি প্রতিনিধি সুব্রত চৌধুরীকে ক্লাবের সদস্য পদ দেয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৭ মে আজ রবিবার লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের বিশিষ্ট সাংবাদিক ও অতিথিরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন