আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দরাবাদের বিজেপি আইনপ্রণেতা রাজা সিং হুংকার ছেড়েছেন, ‘যারা রাম মন্দির নির্মাণে বিরোধিতা করবে, তাদের শিরোচ্ছেদ করা হবে।’ রবিবার (৯ এপ্রিল) হায়দরাবাদের এমএলএ রাজা সিং এক অনুষ্ঠানে বলেছেন, ‘যারা বলে থাকেন রাম মন্দির নির্মাণ হলে ভয়ংকর ফল ভোগ করতে হবে, আমরা তাদের জন্য আপেক্ষা করছি এবং তাদের উদ্দেশ্যে বলছি, আমরা তোমাদের শিরñেদ করতে পারি।’ গতকাল শনিবার ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রী উমা ভারতী রাম মন্দিরের পক্ষে তার শক্তিশালী অবস্থানের ঘোষণা দিতে গিয়ে বলেন, রাম মন্দিরের জন্য জেল খাটতে হলে, এমন কি জীবন দিতে হলেও আমি তাতে প্রস্তুত।
একই ধরনের উগ্রতাবাদী বক্তব্য এর আগেও দিয়েছেন রাজা সিং। ২০১৫ সালের ডিসেম্বর মাসে তিনি বলেছিলেন, গাভি রক্ষায় তিনি ও তার সম-মনা সহকর্মীরা কাউকে খুন করতেও প্রস্তুত। ওই বছর সেপ্টেম্বর মাসে নয়ডার পাশে দাদরিতে বাড়িতে গরুর মাংস রাখার অভিযোগে মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে হত্যা করে বিশৃঙ্খল হিন্দুত্ববাদীরা। মোহাম্মদ আখলাকের হত্যাকে সমর্থন করে তখন তিনি বলেছিলেন, ‘তেলেঙ্গানায়ও আমরা দাদরির মতো ঘটনার জন্য তাদের সতর্ক করেছিলাম। গাভি রক্ষার জন্য আমরা যেমন প্রাণ দিতে পারি, তেমনি প্রাণ নিতেও পারি।’
ফেব্রুয়ারি মাসে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি নেতা যোগী আদিত্যনাথ বলেছিলেন, রাম মন্দির নির্মাণের পথে সব বাধা দূর করে শিগগিরই নির্মাণ কাজ শুরু করা হবে। এখন আদিত্যনাথ এই রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ১৯৯২ সালে অযোধার বাবরি মসজিদ ধ্বংস করার পর সেখানে রাম মন্দির নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে হিন্দুরা। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাম মন্দির নির্মাণে নানামুখী তৎপরতা চালিয়ে আসছে কট্টরপন্থি হিন্দু সম্প্রদায়।