News71.com
 International
 09 Apr 17, 07:35 PM
 198           
 0
 09 Apr 17, 07:35 PM

মিশরের তানতা নগরীতে চার্চে বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি

মিশরের তানতা নগরীতে চার্চে বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের কায়রোর উত্তরে তানতা নগরীর সেন্ট জর্জেস কপটিক চার্চে এক বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। কয়েকটি টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, রবিবারের এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

এখন পর্যন্ত এই হামলার কারণ জানা না গেলেও আইএস জিহাদিরা সাম্প্রতিক বছরগুলোতে মিশরের সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন