আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের দশত-এ-আর্চি ও চারদারা জেলায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ১৮ জঙ্গি নিহত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) প্রাদেশিক সেনা মুখপাত্র আব্দুল খলিল এ কথা জানান, শনিবার (৮ এপ্রিল) দিবাগত রাতে এ হামলা চালানো হয়েছে। এসময় অভিযানে তালেবানের একজন প্রধান কমান্ডার মৌলভী ওয়াহিদুল্লাহ নিহত হন।
উল্লেখ্য, মার্কিন বাহিনী প্রায়ই আফগানিস্তানের জঙ্গি কবল এলাকাগুলোতে হামলা চালায়। মৌলভী ওয়াহিদুল্লাহ চারদারা জেলার ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন। তার মৃত্যু কুন্দুজ প্রদেশে তালেবানদের জন্য একটি বড় ধরণের বিপর্যয় হিসেবে দেখা দিতে পারে।