News71.com
 International
 09 Apr 17, 06:24 PM
 184           
 0
 09 Apr 17, 06:24 PM

রাশিয়ার মস্কোয় ২টি ট্রেনের সংঘর্ষ, আহত ৫০।।  

রাশিয়ার মস্কোয় ২টি ট্রেনের সংঘর্ষ, আহত ৫০।।     

 

আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোর পশ্চিমাঞ্চলে গতকাল শনিবার রাতে ২টি ট্রেনের সংঘর্ষে আহত  হয়েছেন প্রায় অর্ধশত। রাশিয়ান রেলওয়ের ওয়েবসাইট (আরজেডডি) জানিয়েছে, মস্কো থেকে বেলারুশ যাওয়ার পথে স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১০টা ১৬ মিনিটে অপর একটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এক ব্যক্তি হঠাৎ রেললাইন পার হতে গেলে চালক আকস্মিক ব্রেক করায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ২টি ট্রেন লাইনচ্যুত হলে প্রায় ৫০ জন আহত হয়। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ভ্লাদিমির পুশকোভ স্থানীয় গণমাধ্যমকে জানায়, এই ঘটনায় আহত ১২ জনকে হাপসাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন