News71.com
 International
 09 Apr 17, 06:09 PM
 209           
 0
 09 Apr 17, 06:09 PM

ইন্দোনেশিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ আইএস জঙ্গি নিহত।।  

ইন্দোনেশিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ আইএস জঙ্গি নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬সন্দেহভাজন আইএস জঙ্গি নিহত হয়েছেন।  জাভা দ্বীপে এই অভিযান চলাকালে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আজ রবিবার পুলিশের এক মুখপাত্র একথা বলেন। গতকাল শনিবার ৭ব্যক্তি পুলিশের একটি চৌকিতে হামলা চালায়। তারা পুলিশ  সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। এরপর পুলিশ তাদের গাড়ি ধাওয়া করে।

হামলাকারী সাত ব্যক্তি তাদের গাড়ি রেখে পূর্ব জাভার তুবানের কৃষি এলাকায় পালিয়ে যায়। জাতীয় পুলিশের মুখপাত্র রিকওয়ান্তো বলেন, স্থানীয় পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি গুলির আওয়াজ শুনতে পায়। এরপর উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে এবং ৬জঙ্গি নিহত হয়। ওই গ্রুপের এক সদস্যকে  জীবিত গ্রেফতার করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন