আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের উত্তরাঞ্চলে নীল ডেল্টা সিটির সেন্ট মেরি গীর্জায় এলাকায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও ৪০ জন। ততক্ষণাৎ এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সুত্রের খবর।
আজ রবিবার গীর্জায় প্রার্থনারত মানুষের ওপর লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বোমা হামলার পরপরই আতঙ্কিত হয়ে পড়ে মানুষ।