আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার মার্কিন ক্ষেপনাস্ত্র হামলার সমর্থন জানিয়েছিল সৌদি আরব। এবার মার্কিন প্রশাসনের এমন পদক্ষেপের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ধন্যবাদ জানালেন সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ। সৌদির রাষ্ট্রীয় সংবাদ, সূত্রে জানা গেছে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন রাজা সালমান। সিরিয়ার মার্কিন সেনাবাহিনীর ক্ষেপনাস্ত্র হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে এই হামলাকে আমেরিকার সাহসী সিদ্ধান্ত হিসেবেও অভিহীত করেন।
সুত্রের খবর অনুযায়ী, সিরিয়ায় সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে মার্কিন হামলাকে পুরোপুরি সমর্থন করেছে রিয়াদ। সৌদির বিদেশ মন্ত্রালয়ের এক কর্মকর্তা ওই সংবাদ সংস্থাকে এই খবর জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাইছে সৌদি। এদিকে আইএসের উত্থানের পিছনেও রাজা সালমানের প্রশাসনের হাত রয়েছে বলেও শোনা যায়।