News71.com
 International
 09 Apr 17, 01:27 PM
 178           
 0
 09 Apr 17, 01:27 PM

হলুদ জ্বরে ব্রাজিলে ২শতাধিক মানুষের মৃত্যু।।

হলুদ জ্বরে ব্রাজিলে ২শতাধিক মানুষের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে ২শতাধিক মানুষের মৃত্যু হয়েছে  বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে অধিকাংশই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাসিন্দা। গত শুক্রবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সালের ডিসেম্বরে ব্রাজিলে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে এ পর্যন্ত হলুদ জ্বরে ২০২ জন মারা গেছে। তাদের মধ্যে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে ১৪৮ জন মারা গেছে। স্পিরিতো সান্তো, সাও পাউলো ও রিও ডি জানেরিওতেও হলুদ জ্বরে মৃত্যুর ঘটনা ঘটে।

উল্লেখ্য, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মহামারীর আকারে ছড়িয়ে পড়া এই জ্বর মোকাবেলায় দেশটির কর্তৃপক্ষ ২কোটির বেশি প্রতিষেধক বিতরণ করেছে। তবুও নিয়ন্ত্রনে আসছে না হলুদ জ্বর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন