আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে গ্যাস স্টেশনের একটি দোকান লুটের সময় বিক্রম জারওয়াল (২৬) নামে এক ভারতীয়কে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। শনিবার (৮ এপ্রিল) সকালে টুইট করে করেছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি লিখেছেন, ‘সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেট নিহতের পরিবারকে সাহায্য করছেন। পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছেন।’
পাঞ্জাবের হোসিয়ারপুরের বাসিন্দা জারওয়াল ওয়াশিংটনের ওই দোকানে কাজ করতেন। মাত্র ২৫ দিন আগে দেশ ঘুরে সেখানে ফিরে যান। বৃহস্পতিবার সেখানে কালো মুখোশ পরে চড়াও হয় ২ জন। দোকান লুঠপাট করে। বিক্রম জারওয়াল তাদের হাতে নগদ তুলে দিলেও রেহাই পাননি। এক দুর্বৃত্ত তাকে গুলি করে পালায়। সুষমা স্বরাজ জানিয়েছেন, তদন্তকারীদের হাতে ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। সেই দেখে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।ফুটেজে দেখা গেছে, অভিযুক্তরা কালো টুপিওয়ালা জামা পরেছিল। জামার পিছনে সাদা ছাপ। পুলিশ অফিসার মাইক বাস্তিনেল্লি জানিয়েছেন, একজন পোশাক দেখে দুর্বৃত্তদের চিনতে পেরেছেন। খুব শিগগিরই তাদের ধরা যাবে। জারওয়াল হাসপাতালে ভর্তি হওয়ার পরে পুলিসকে গোটা ঘটনার বয়ান দেন। তার কিছুক্ষম পরেই প্রাণ হারান তিনি।