News71.com
 International
 09 Apr 17, 01:14 AM
 219           
 0
 09 Apr 17, 01:14 AM

আমিরাতে বন্ধ শ্রম বাজার চালু করতে সরকার কাজ করে যাচ্ছেন।। রাষ্টদূত মোহাম্মদ ইমরান

আমিরাতে বন্ধ শ্রম বাজার চালু করতে সরকার কাজ করে যাচ্ছেন।। রাষ্টদূত মোহাম্মদ ইমরান

নিউজ ডেস্ক: সংযু্ক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত ডা. মোহাম্মদ ইমরান বলেন,আমিরাতে বাংলাদেশের বন্ধ শ্রম বাজার চালু করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। সম্প্রতি দেশটির ইন্টার পার্লামেণ্টর প্রতিনিধি সাথে প্রধানমন্ত্রীর কথা হয়েছে, তিনি বিষয়টি আমিরাত সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করার আশ্বাস দিয়েছেন। আপতত সকল ভিসা চালু ও মালিক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করা না গেলেও পেশাজীবিদের জন্য সুযোগ সৃষ্টির করার জন্য তিনি কাজ করতেছেন বলে জানান।

তিনি গতকাল শুক্রবার আমিরাতের আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত আল নাহাদা পার্কে বার্ষিক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিষদের সভাপতি ইফিতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সসাধারণ সম্পাদক নাছির তালুকদার। এ সময় আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন, বিমানের কান্ট্রি ম্যানেজার ইকবাল হোসেন খান, আল নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ন আ বদরুদ্দীনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বিপুলসংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় ক্রীড়া ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সেতুবন্ধন রচনা করার জন্য বিদেশের মাটিতে আয়োজিত এসব মিলনমেলা জোরালো ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন