News71.com
 International
 09 Apr 17, 12:44 AM
 257           
 0
 09 Apr 17, 12:44 AM

সামরিক সরঞ্জাম কিনতে বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেবে ভারত

সামরিক সরঞ্জাম কিনতে বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশকে ৫০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে ভারত। এর মধ্যে ৫০ কোটি ডলার দেবে সামরিক সরঞ্জাম কিনতে। বাকি সাড়ে ৪০০ কোটি ডলার দেওয়া হবে লাইন অব ক্রেডিট হিসেবে। শনিবার (৮ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকের পর আয়োজিত সংবাদ বিবৃতিতে একথা জানান মোদি।

মোদি বলেন, ‘সামরিক সহযোগিতা হিসেবে সরঞ্জাম কিনতে বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেওয়া হবে। লাইন অব ক্রেডিট হিসেবে দেওয়া হবে ৪৫০ কোটি ডলার। জ্বালানি ও কানেক্টিভিটির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হবে।’ তিনি আরও বলেন, ‘শেখ মুজিব ছিলেন ভারতের প্রকৃত বন্ধু। বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী হিন্দিতে অনুদিত হওয়ায় আমরা কৃতজ্ঞ।’ এর আগে শনিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ঘণ্টারও বেশি সময় ধরে দুই নেতা বৈঠক করেন। বৈঠকের পর ২২ টি চুক্তি সই হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সহযোগিতা করে যাচ্ছেন সে বিষয়ে বাংলাদেশ ও এর জনগণের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে বিদ্যুৎ সংযোগ নিয়ে আলাপ হয়েছে। তিস্তাসহ নদীগুলো নিয়ে আলাপ হয়েছে। আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে দ্বিপাক্ষিক বেশকিছু সমঝোতা করেছি।’ তিনি নরেন্দ্র মোদির প্রতি ভারত ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তার আইডিয়ার জন্যও ধন্যবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন