News71.com
 International
 08 Apr 17, 10:44 PM
 197           
 0
 08 Apr 17, 10:44 PM

পাকিস্তানের লাহোর হামলার পরিকল্পনাকারী আনোয়ারুলসহ নিহত ১০।।

পাকিস্তানের লাহোর হামলার পরিকল্পনাকারী আনোয়ারুলসহ নিহত ১০।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের লাহোরের শপিংমলে গত মাসে হামলার পরিকল্পনাকারী আনোয়ারুল হকসহ ১০ জামাতুল আহরারের সদস্য নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে পাঞ্জাব পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালায়। পুলিশের ওই অভিযানেই নিহত হয় আহরার সদস্যরা। সিটিডির এক মুখপাত্র জানিয়েছে, সন্দেহভাজন পাঁচ আটক ব্যক্তিকে নিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তল্লাশি অভিযানে গেলে নয় সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা বন্দিদের ছিনতাই করে সেখান থেকে পালিয়ে যায়। সিটিডি কর্মকর্তারা পরে তাদের আরো সদস্যদের ডেকে পাঠায়। পরে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত ১টা ৪৫ মিনিটে তারা সন্ত্রীদের আত্মসমর্পন করতে বলে। কিন্তু সন্ত্রাসীরা তা না করে গুলি ছুড়তে থাকে। গোলাগুলি শেষ হলে দশজনের মৃতদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে পাঁচ সন্ত্রাসীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। এরা হলেন, হক, আবদুল্লাহ, আতাউর রহমান, ইমাম শাহ এবং ইরফান খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন