আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির ধারাবাহিকতায় এবার কাতারের দোহায় ক্রীড়া সাংবাদিকতার কোর্সে অংশগ্রহণের সুযোগ এসেছে। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস-এর মাধ্যমে এসেছে সুযোগটি। দোহায় অনুষ্ঠেয় ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্সকে সামনে রেখে হবে কোর্সটি। যা অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল থেকে ৬ জুন। যার যাবতীয় খরচ বহন করবে আয়োজকরা। তবে উক্ত কোর্সে অংশগ্রহণের জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো- প্রার্থীর বয়স অবশ্যই ২৬ বছরের মধ্যে হতে হবে, প্রার্থীকে ক্রীড়া সাংবাদিক হতে হবে, প্রার্থীকে ইংরেজিতে লিখতে, পরতে ও বলতে জানতে হবে।
আগ্রহীদের আগামী ৯ এপ্রিল দুপুর ১২টার মধ্যে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ক্রীড়ালেখক সমিতির অফিসিয়াল ইমেইল : bspa1962@gmail.com অথবা সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিবের ফোনে: ০১৫৫২৩২৩০৮১।