News71.com
 International
 08 Apr 17, 10:37 PM
 203           
 0
 08 Apr 17, 10:37 PM

আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে কাতারে ক্রীড়া সাংবাদিকদের স্কলারশিপের সুযোগ।।

আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে কাতারে ক্রীড়া সাংবাদিকদের স্কলারশিপের সুযোগ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির ধারাবাহিকতায় এবার কাতারের দোহায় ক্রীড়া সাংবাদিকতার কোর্সে অংশগ্রহণের সুযোগ এসেছে। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস-এর মাধ্যমে এসেছে সুযোগটি। দোহায় অনুষ্ঠেয় ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্সকে সামনে রেখে হবে কোর্সটি। যা অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল থেকে ৬ জুন। যার যাবতীয় খরচ বহন করবে আয়োজকরা। তবে উক্ত কোর্সে অংশগ্রহণের জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো- প্রার্থীর বয়স অবশ্যই ২৬ বছরের মধ্যে হতে হবে, প্রার্থীকে ক্রীড়া সাংবাদিক হতে হবে, প্রার্থীকে ইংরেজিতে লিখতে, পরতে ও বলতে জানতে হবে।

আগ্রহীদের আগামী ৯ এপ্রিল দুপুর ১২টার মধ্যে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ক্রীড়ালেখক সমিতির অফিসিয়াল ইমেইল : bspa1962@gmail.com অথবা সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিবের ফোনে: ০১৫৫২৩২৩০৮১।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন