নিউজ ডেস্কঃ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস ও ডেনিশ কম্পানি নিউ এশিয়ান নরডিক গ্রুপের যৌথ আয়োজনে ৬ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় এশিয়া হাউস এ রপ্তানির ক্ষেত্রে অপ্রথাগত বাংলাদেশি পণ্যর একটি জাঁকজমকপূর্ণ প্রদশর্নী অনুষ্ঠিত হয়। বাংলাদেশি কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় এবং প্রখ্যাত ডেনিশ ডিজাইনারদের করা নকশার যুগপৎ মিশ্রণে তৈরি বাংলাদেশি পণ্য অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ-উদ্দীপনার জন্ম দেয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ইউরোপিয়ান রাষ্ট্রদূত, ডেনমার্কের বিভিন্ন বৃহৎ আমদানীকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। প্রদর্শিত পণ্যের মধ্যে নিউ এশিয়ান নরডিক গ্রুপ এবং অন্যান্য বাংলাদেশি প্রতিষ্ঠানের তৈরি বাইসাইকেল ও কার্গোবাইক, অর্গানিক চা, পাটের তৈরি কার্পেট ও অন্যান্য পণ্য, পিতলের তৈজসপত্র, হস্তশিল্প, চামড়াজাত পণ্য উল্লেখযোগ্য।
অনুষ্ঠানের শুরুতে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত তার শুভেচ্ছা বক্তব্যে ডেনমার্কসহ ইউরোপের অন্যান্য দেশে মানসম্পন্ন বাংলাদেশি অপ্রথাগত পণ্যের প্রসারে অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি এ খাতে ডেনিশ ব্যবসায়ীদের অধিকতর বাণিজ্য ও বিনিয়োগে আহ্বান জানান।
তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ডেনমার্কে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৬৬৪ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে সিংহভাগই (৯৭ %) ছিল তৈরি পোশাক খাতে। রাষ্ট্রদূত ডেনমার্কে অপ্রথাগত বাংলাদেশি পণ্য প্রসারে স্থানীয় নিউ এশিয়ান নরডিক গ্রুপের উদাহরণ টেনে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের এ ধরণের সুযোগ কাজে লাগিয়ে লাভবান হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যবসা-বিনিয়োগবান্ধব হওয়ায় এখানে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে ডেনিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাভবান হতে পারে। অনুষ্ঠানে নিউ এশিয়ান নরডিক গ্রুপের সিইও হেনরিকবাক প্রদর্শিত পণ্যগুলোর বিশেষত্ব সবার মাঝে তুলে ধরেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০১৫ সালের মে মাসে ডেনমার্কে নতুন দূতাবাস স্থাপন করে যার অন্যতম লক্ষ্য ছিল ২দেশের মধ্যে বাণিজ্য প্রসার ও বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টা বেগবান করা। মূলত বাংলাদেশ সরকারের বিশ্বব্যাপী বাংলাদেশের বহুমুখী রপ্তানি পণ্যের প্রসারে নেওয়া কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস এ প্রদর্শনীর আয়োজন করে।