News71.com
 International
 08 Apr 17, 07:46 PM
 204           
 0
 08 Apr 17, 07:46 PM

কলম্বিয়ায় ভূমিধসের ঘটনায় ১০২ শিশুসহ নিহত ৩১৪, গৃহহীন ৪৫০৬ জন।। 

কলম্বিয়ায় ভূমিধসের ঘটনায় ১০২ শিশুসহ নিহত ৩১৪, গৃহহীন ৪৫০৬ জন।। 

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মোকোয়ায় গত সপ্তাহে ভূমিধসের ঘটনায় ১০২ শিশুসহ মোট ৩১৪ জন প্রাণ হারিয়েছে। গতকাল শুক্রবার দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। দেশটির জাতীয় প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট গতকাল শুক্রবার সর্বশেষ পরিস্থিতির বর্ণনা দিয়ে আরও জানিয়েছে, এখন পর্যন্ত প্রাকৃতিক এই দুর্যোগে ৩৩২ জন আহত ও অন্তত ৪ হাজার ৫০৬ জন গৃহহীন হয়ে পড়েছে।

টানা ভারী বর্ষণে নদীগুলোর পানি বেড়ে ভয়াবহ বন্যা দেখা দেয়ার এক সপ্তাহ আগে ভূমিধস ঘটে। এ সময় কাদাপানিতে শহরটি ঢেকে যায়। কাদাপানির সাথে বহু বাড়িঘর ভেসে যায় ও ধ্বংস হয়। এতে চাপা পড়ে বহু লোক মারা যায়। দেশটির দুর্যোগ ইউনিটের তথ্য মতে, এখনো ১২৭ জন নিখোঁজ হওয়ার খবর রয়েছে। এদের মধ্যে ৩জন বিদেশী নাগরিক রয়েছে। এরা স্পেন, জার্মানী ও ইকুয়েডোরের  নাগরিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন