আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মোকোয়ায় গত সপ্তাহে ভূমিধসের ঘটনায় ১০২ শিশুসহ মোট ৩১৪ জন প্রাণ হারিয়েছে। গতকাল শুক্রবার দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। দেশটির জাতীয় প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট গতকাল শুক্রবার সর্বশেষ পরিস্থিতির বর্ণনা দিয়ে আরও জানিয়েছে, এখন পর্যন্ত প্রাকৃতিক এই দুর্যোগে ৩৩২ জন আহত ও অন্তত ৪ হাজার ৫০৬ জন গৃহহীন হয়ে পড়েছে।
টানা ভারী বর্ষণে নদীগুলোর পানি বেড়ে ভয়াবহ বন্যা দেখা দেয়ার এক সপ্তাহ আগে ভূমিধস ঘটে। এ সময় কাদাপানিতে শহরটি ঢেকে যায়। কাদাপানির সাথে বহু বাড়িঘর ভেসে যায় ও ধ্বংস হয়। এতে চাপা পড়ে বহু লোক মারা যায়। দেশটির দুর্যোগ ইউনিটের তথ্য মতে, এখনো ১২৭ জন নিখোঁজ হওয়ার খবর রয়েছে। এদের মধ্যে ৩জন বিদেশী নাগরিক রয়েছে। এরা স্পেন, জার্মানী ও ইকুয়েডোরের নাগরিক।