News71.com
 International
 08 Apr 17, 01:48 PM
 189           
 0
 08 Apr 17, 01:48 PM

কানাডায় নিষিদ্ধ হলো মেয়েদের হাইহিল

কানাডায় নিষিদ্ধ হলো মেয়েদের হাইহিল

 

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার এক প্রদেশে নারী কর্মীদের ড্রেস কোডে হাইহিল নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি ব্রিটিশ কলোম্বিয়া কর্তৃপক্ষ হাইহিল নিষিদ্ধ করার পেছনে লিঙ্গ বৈষম্য এবং স্বাস্থ্যগত ক্ষতির বিষয়টিকে কারণ হিসেবে উপস্থাপন করে। খবর বিবিসির। কর্তৃপক্ষ জানায়, হাইহিল জুতা পরিহিত নারী যেকোনো সময় পিছলে পড়া এবং হোঁচটের মতো ঘটনায় মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারেন।

বিবৃতিতে বলা হয়, নারী কর্মীদের পায়ের জুতা কর্মপরিবেশ অনুযায়ী স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হওয়া দরকার। এর আগে ব্রিটিশ কলোম্বিয়ার আইনসভায় গ্রিন পার্টির এক সদস্য এ বিষয়ক একটি বিল উত্থাপন করেন। ওই বিলে কর্মস্থলে নারী ও পুরুষ সদস্যদের একই ধরণের পোশাক ও জুতা পরার বিষয়ে বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন