News71.com
 International
 08 Apr 17, 01:09 PM
 209           
 0
 08 Apr 17, 01:09 PM

সুইডেনে জঙ্গি হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র নিন্দা।।   

সুইডেনে জঙ্গি হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র নিন্দা।।   

 

আন্তর্জাতিক ডেস্কঃ সুইডেনে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইটারে এক লেখায় এ নিন্দা জানান তিনি। একইসঙ্গে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সুইডেনবাসীর পাশেই রয়েছে বলে টুইটারে উল্লেখ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

মোদি তার টুইটারে লেখেন,স্টকহোমের হামলার ঘটনাটি খুবই নিন্দনীয়। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনাও করি। এরপরই অপর এক টুইটে তিনি লেখেন,এই খারাপ সময়ে সুইডেনবাসীর পাশেই থাকবে ভারত।  এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক বিবৃতিতে বলেন,ভারতীয় দূতাবাসের সব কর্মকর্তাই নিরাপদে রয়েছেন।

সুইডেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মোনিকা মেহতা পরে এক সাক্ষাৎকারে ঘটনার ভয়াবহতার কথা জানাতে গিয়ে বলেন,আমি হঠাৎই তীব্র আওয়াজ শুনতে পাই। তারপরই দেখি রাস্তায় ২জন পড়ে রয়েছে। এ ছাড়া আরো ৩জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন