News71.com
 International
 08 Apr 17, 12:22 PM
 229           
 0
 08 Apr 17, 12:22 PM

বিশ্বের প্রথম জাহাজের জন্য টানেল বানাবে নরওয়ে।।

বিশ্বের প্রথম জাহাজের জন্য টানেল বানাবে নরওয়ে।।

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে প্রথমবারের মতো জাহাজের জন্য টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে। স্টাড শিপ টানেল নামের এ সুড়ঙ্গ পথে ক্রুজ এবং মালবাহী জাহাজগুলো ১৬ হাজার টনের অধিক মালামাল বহন করতে পারবে। ২০২৩ সালের মধ্যে এটি তৈরি হবে বলে জানিয়েছেন নরওয়ের পরিবহনমন্ত্রী কেতিল সলভিক-ওলসেন।

এছাড়া স্টাডল্যানডেট উপদ্বীপে এক হাজার ৭০০ মিটার টানেল পথের মধ্য দিয়ে সমুদ্রের উত্তাল অংশ খুব সহজেই এড়িয়ে যেতে পারবে জাহাজগুলো। টানেলের উচ্চতা হবে ৩৭ মিটার এবং প্রস্থ হবে ২৬.৫ মিটার। এ প্রকল্প বাস্তবায়নে ২৭০ কোটি ক্রোনা ব্যয় ধরা হয়েছে। এটি তৈরিতে প্রায় ৮০ লাখ টন পাথর প্রয়োজন হবে। ২০১৯ সাল নাগাদ এটির নির্মাণকাজ শুরু হবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন