আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে প্রথমবারের মতো জাহাজের জন্য টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে। স্টাড শিপ টানেল নামের এ সুড়ঙ্গ পথে ক্রুজ এবং মালবাহী জাহাজগুলো ১৬ হাজার টনের অধিক মালামাল বহন করতে পারবে। ২০২৩ সালের মধ্যে এটি তৈরি হবে বলে জানিয়েছেন নরওয়ের পরিবহনমন্ত্রী কেতিল সলভিক-ওলসেন।
এছাড়া স্টাডল্যানডেট উপদ্বীপে এক হাজার ৭০০ মিটার টানেল পথের মধ্য দিয়ে সমুদ্রের উত্তাল অংশ খুব সহজেই এড়িয়ে যেতে পারবে জাহাজগুলো। টানেলের উচ্চতা হবে ৩৭ মিটার এবং প্রস্থ হবে ২৬.৫ মিটার। এ প্রকল্প বাস্তবায়নে ২৭০ কোটি ক্রোনা ব্যয় ধরা হয়েছে। এটি তৈরিতে প্রায় ৮০ লাখ টন পাথর প্রয়োজন হবে। ২০১৯ সাল নাগাদ এটির নির্মাণকাজ শুরু হবে বলে জানা গেছে।