News71.com
 International
 08 Apr 17, 12:04 PM
 201           
 0
 08 Apr 17, 12:04 PM

জম্মু ও কাশ্মীরে তুষারধস, মৃত্যু তিন জওয়ানের

জম্মু ও কাশ্মীরে তুষারধস, মৃত্যু তিন জওয়ানের

আন্তর্জাতিক ডেস্ক : ফের তুষারধসে সেনা জওয়ানের মৃত্যু হল জম্মু ও কাশ্মীরে। সেনার তরফে জানানো হয়েছে, লাদাখের বাতালিক সেক্টরে একাধিক তুষারধস নামে। এতে একটি সেনা ছাউনি বরফের স্তূপে ঢাকা পড়ে। ওই ছাউনিতে ছিলেন পাঁচ সেনা জওয়ান। এঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজন হলেন—হাভিলদার প্রভু কিরকে, লান্স নায়েক বিহারী মারান্ডি, এবং সেপাই কুলদীপ লাকরা। সেনার এক আধিকারিক জানান, সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনি জানান, কার্গিলে তাঁদের পোস্টিং ছিল। ওই জওয়ানদের দেগ প্রায় ১৫ ফুট বরফের নীচ থেকে উদ্ধার হয়। জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরা। এদিকে, এদিন নতুন তুষারধস নামে কার্গিলের ককসর বেল্টে। তবে, এক্ষেত্রে কোনও জওয়ানের মৃত্যু হয়নি বলে সেনা সূত্রে জানা গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন