News71.com
 International
 08 Apr 17, 11:02 AM
 186           
 0
 08 Apr 17, 11:02 AM

মিয়ানমারের পাথেইনে নদীতে নৌকা ডুবে নিহত ২০

মিয়ানমারের পাথেইনে নদীতে নৌকা ডুবে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ামারের ইয়াঙ্গুন শহরের নিকটবর্তী পাথেইনের একটি নদীতে যাত্রীবাহী নৌকা ও কার্গো ট্রলারের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) ওই দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এতে ৮০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৮০ জন যাত্রী নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের পর অতিথিরা ওই নৌকায় করে ফিরছিলেন।

দ্য গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, দুর্ঘটনার পর ১৪ জন নারী ও চারজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাকি দু’জনের মরদেহ উদ্ধার করা না গেলেও তাদের মৃত বলেই উল্লেখ করা হয় ওই সংবাদমাধ্যমে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলেও ওই সংবাদমাধ্যমে জানানো হয়। প্রসঙ্গত, গত অক্টোবরে শিক্ষক ও শিক্ষার্থীদের বোঝাই একটি লঞ্চ মধ্য মিয়ানমারের চিন্ডউইন নদীতে ডুবে যায় ৭৩ জন নিহত হন। এছাড়াও ২০১৫ সালের মার্চে পশ্চিম রাখাইন রাজ্যে উপকূলীয় এলাকায় প্রায় ২০০ যাত্রী বোঝাই একটি ফেরি ডুবে ৬০ জনের প্রাণহানি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন