News71.com
 International
 08 Apr 17, 10:52 AM
 188           
 0
 08 Apr 17, 10:52 AM

আইএস দমনে নতুন বিশেষায়িত যুদ্ধ বিমান আনল আমেরিকা।।

আইএস দমনে নতুন বিশেষায়িত যুদ্ধ বিমান আনল আমেরিকা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আইএসের বিরুদ্ধে লড়ার জন্য এবার নতুন বিশেষায়িত যুদ্ধ বিমান সামনে আনল আমেরিকা। A-10 Warthog-য়ের সাহায্যে এবার আইএসের উপর হামলা চালানোর প্রস্তুতি শুরু করেছে মার্কিন বিমান বাহিনী। এই বিমান ব্যবহার করে আইএস জঙ্গিদের ধ্বংস করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সম্প্রতি।

সেখানে দেখা যাচ্ছে প্রথমে আইএস ঘাঁটি গুলিকে চিহ্নিত করছে যুদ্ধ বিমান চালক। এরপরেই নিক্ষেপ করা হচ্ছে মিসাইল। ভিডিও-তে A-10 Warthog সম্পর্কে আরও বেশকিছু তথ্য তুলে ধরা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন