আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য মুখোমুখি সঙ্ঘর্ষ এড়াল এয়ার ইন্ডিয়া আর ইন্ডিগোর বিমান। প্রাণ বাঁচল শতাধিক যাত্রীর। আজ শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়ে থেকে ওড়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার গোয়াগামী বিমান। ওই বিমানে ১২২ জন যাত্রী সওয়ার ছিলেন। তখনই এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বিমানটিকে উড়ানে বাধা দিয়ে ফেরত আসার নির্দেশ দেয়।
ইন্ডিগো বিমানটি সেই সময় এটিসি–র ছাড়পত্র পেয়ে রানওয়েতে নামছিল। কিন্তু এয়ার ইন্ডিয়ার বিমানটিকে দেখে অবতরণের বদলে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চালক। এয়ার ইন্ডিয়ার চালকও বিমান ওড়ানো বন্ধ করে এটিসিকে জানান। শেষ পর্যন্ত ১২টা ৫০ মিনিটে গোয়ার উদ্দেশে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমানটি। তার ২৭ মিনিট পরে অবতরণ করে রাঁচি থেকে আসা ইন্ডিগোর বিমান।