News71.com
 International
 07 Apr 17, 07:42 PM
 179           
 0
 07 Apr 17, 07:42 PM

জম্মু-কাশ্মীরে বন্যা পরিস্থিতির অবনতি, মেহবুবা মুফতিকে সাহায্যর হাত বাড়ালেন মোদী.....          

জম্মু-কাশ্মীরে বন্যা পরিস্থিতির অবনতি, মেহবুবা মুফতিকে সাহায্যর হাত বাড়ালেন মোদী.....             

নিউজ ডেস্ক : গত কয়েকদিনের প্রবল বর্ষণ, হড়পা বান সঙ্গে তুষারধসে কার্যত বিধ্বস্ত জম্মু-কাশ্মীর। উপত্যকায় সেনা-সহ মৃত ৬। শ্রীনগরে এখনও বিপদসীমার কাছে ঝিলম। এই অবস্থায় কেন্দ্রের তরফে রাজ্যকে সবধরনের সাহায্যের আশ্বাস দিয়ে মেহবুবা মুফতিকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যদিও গত কয়েকদিনের তুলনায় গতকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবারই শ্রীনগরে রাম মুনশী বাগ এলাকায় ঝিলমের জল বিপদসীমার ওপরে ছিল। এরপরই স্থানীয় প্রশাসন জরুরিকালীন ভিত্তিতে একটি কন্ট্রোল রুম খোলে। পুঞ্চে হরপা বানে আটকে পড়েছিল বহু মানুষ। সেখান থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। রাজাৌরিতে এক মহিলার বাজ পড়ে মৃত্যু হয়েছে।

গতকালই কাশ্মীরের বুদগাম জেলায় আটকে পড়া পাঞ্জিপোড়া এলাকার বাসিন্দাদের উদ্ধার করে রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটেলিয়নের সেনা জওয়ানরা। গতকাল বৃহ্স্পতিবার রাত তিনটে থেকে ঝিলমের জল নামতে শুরু করে। যদিও রাম মুনশী বাগ এলাকার পরিস্থিতি এখনও বিপজ্জনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন