আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপুরার মেলাঘরে বস্তা সেলাই’র সূতা না আসায় টানা পাঁচদিন ধরে রেশন ডিলারদের চালের বস্তা সরবরাহ করা বন্ধ রয়েছে। গুদামের ইনচার্জ ইন্দ্রজীৎ দেববর্মা সাংবাদিকদের বলেন, গত ১ এপ্রিল (শনিবার) থেকে মেলাঘরের কোঅপারেটিভ গুদামে বস্তা সেলাই করার সূতা সরবরাহ করা হচ্ছে না। ফলে রেশন দোকানের মালিকদের চাল মেপে বস্তায় ভরে সেলাই করে দেওয়া যাচ্ছে না। ফলে এ পরিষেবা এক প্রকার বন্ধ হয়ে পড়েছে।
তিনি জানান, কোঅপারেটিভের মাধ্যমে এই সূতা সরবরাহ করা হয়। এই বিষয়ে তাদেকে জানিয়েও কোনো কাজ হয়নি। এদিকে চাল নিতে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে রেশন দোকান মালিকদের।রেশন দোকান মালিকরা জানান, এ গুদাম থেকে মোট ৪০ জন রেশন দোকানদার চাল নিয়ে থাকেন। এই দোকানগুলোর কয়েক হাজার গ্রাহক রয়েছে। বেশিরভাগ গ্রাহক দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তাদেরকে এখন খোলা বাজার থেকে বেশি দামে চাল কিনে খেতে হচ্ছে। এদিকে কাজ না থাকায় গুদামের কর্মী-শ্রমিকরা বেকার বসে বসে দিন কাটাচ্ছেন। এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া দাবি জানান সংশ্লিষ্টরা।