আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তার বিষয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত থেকে নাম প্রত্যাহার করেছেন হাউজ ইন্টেলিজেন্স কমিটির প্রধান ডেভিড নুনেস। রিপাবলিকান এই কংগ্রেসম্যানের বিরুদ্ধেই এখন কংগ্রেসের নৈতিকতা কমিটির তদন্ত চলছে। নুনেসের বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রীয় গোপনীয় গোয়েন্দা তথ্য ফাঁস করেছেন। নুনেস তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন। নুনেসের বদলে এখন কংগ্রেস সদস্য মাইক কনওয়ে ইন্টেলিজেন্স কমিটির নেতৃত্ব দেবেন।
নুনেস তার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কয়েকটি বামপন্থি সংগঠন আমার বিরুদ্ধে কংগ্রেসের নৈতিকতা কমিটির কাছে অভিযোগ করেছে। তবে কমিটির প্রধান হিসেবে নিজের অন্য দায়িত্বগুলো পালন করবো। মার্কিন নির্বাচনের আগে রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো সংযোগ ছিল কি না সেই বিষয়টি তদন্ত করছে মার্কিন কংগ্রেসের ইন্টেলিজেন্স কমিটি। ডেমোক্রেটরা নুনেসের এই তদন্ত পরিচালনার ধরণের সমালোচনা করেছিল।