সোহাগ সরকার, কলকাতা থেকে: নিজের বিধানসভা কেন্দ্রে অস্ত্র হাতে রামনবমীর মিছিল করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আর তাতেই বেজায় চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমুল নেত্রী মমতা বন্দোপধ্যায় । এর পরে কী, গতকাল স্বভাব সুলভ ভঙ্গিতে রীতিমত হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পর থেকে রাজ্যব্যাপী রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোর গোল, তাহলে কি রাজ্য বিজেপি সভাপতিকে প্রশাসন জেলে পুরতে চলেছে? গতকাল বুধবার পুরুলিয়ার জনসভা থেকে মমতা যে হুঁশিয়ারি দিলেন, তা থেকে এই জল্পনা তীব্র হয়েছে।
উল্লেখ্য রাজ্য জুড়েই রামনবমীর দিন অস্ত্র হাতে মিছিল হয়েছে। সেই মিছিলগুলিতে অংশ নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে অনেক বিজেপি নেতাই। এক হাতে গদা ও অন্য হাতে তলোয়ার নিয়ে দিলীপ ঘোষের ছবি দেখা গেছে খড়্গপুরের রাস্তায়। এমনকী, রাজ্য বিজেপি সভাপতি বলে দিয়েছেন, ‘এই লড়াই রামজাদা ও হারামজাদাদের মধ্যে’।
এবার রামনবমীর এই অস্ত্র-মিছিল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার বেলকুড়িতে সরকারি জনসভা থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, তিনি সব লক্ষ্য রাখছেন। এদিন দিলীপ ঘোষের নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বলেন, তিনি লক্ষ্য রেখেছেন কোন কোন নেতা অস্ত্র হাতে মিছিল করেছেন। তিনি সাফ জানিয়ে দেন— ‘তলোয়ার নিয়ে ধমকাতে চমকাতে পথে নামছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনও রাজনৈতিক দল অস্ত্র নিয়ে মিছিল করলে আইন আইনের পথে চলবে।’
এই প্রসঙ্গেই মমতা প্রশ্ন তোলেন, ‘রাম ফুল দিয়ে পুজো করেছিলেন। রামের পুজো করতে অস্ত্র কেন লাগবে? তলোয়ার দিয়ে পুজো হয়?’ গতকাল বুধবারের বাঁকুড়ার সভা থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন মমতা। বৃহস্পতিবারও মমতা রামনবমী নিয়ে বিজেপি-র রাজনীতির তীব্র সমালোচনা করেন এবং বিজেপিকে মদত সিপিএম দিচ্ছে বলে অভিযোগ করেন। অস্ত্র নিয়ে অন্য কোনও সম্প্রদায় এবার মিছিল করলে তলোয়ার নিয়ে রাস্তায় মারপিট হবে বলেও মন্তব্য করেন মমতা। তবে বিজেপি ও হিন্দুত্ববাদীদের সবচেয়ে বড় অভিযোগ যে, মহরমের মিছিলের সময়ে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রশাসন কেন কোনও ব্যবস্থা নেয় না, সেই বিষয়ে মমতা কিছু বলেননি।
রামনবমীর দিন অস্ত্র হাতে মিছিল করা ভারতীয় ঐতিহ্যেরই অঙ্গ বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গেই মমতা দিলীপ ঘোষের নাম না করে অভিযোগ করেন, ‘বিজেপি-র নেতারা রাজ্যকে চেনে না, সংস্কৃতি বোঝে না, বাংলাকে ভালবাসে না। তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।’ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার ভারতী ঘোষ জানিয়েছেন, খড়্গপুর শহরে যারা তলোয়ার নিয়ে মিছিল করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে মমতার হুঁশিয়ারির পরে রাজ্য প্রশাসন রামনবমীর অস্ত্র মিছিলের পর দিলীপ ঘোষ বা অন্য কোনও বিজেপি নেতাকে গ্রেফতার করে কি না, তা নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে।