News71.com
 International
 06 Apr 17, 02:20 PM
 179           
 0
 06 Apr 17, 02:20 PM

ব্রিটেনে দাতাদের তথ্যের অপব্যবহার, ১১ দাতব্য প্রতিষ্ঠানের জরিমানা।।

ব্রিটেনে দাতাদের তথ্যের অপব্যবহার, ১১ দাতব্য প্রতিষ্ঠানের জরিমানা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দাতাদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করায় ব্রিটেনের ১১ স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান গোপনে বিভিন্ন উৎস থেকে দাতাদের তথ্য সংগ্রহ করেছে ও দাতাদের থেকে আরও অর্থ পাওয়ার উদ্দেশ্যে সেসব তথ্য ব্যবহার করেছে। লাখ লাখ দাতাদের তথ্য ভুলভাবে ব্যবহারের অভিযোগে তাই এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে ব্রিটেনের তথ্য কমিশন।

দাতারা যেন আরও বেশি ক্ষতিগ্রস্ত না হোন সে বিষয়টি মাথায় রেখে জরিমানা ১৮ হাজার পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠাগুলোর হলো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এনিমেল ওয়েলফেয়ার, ক্যান্সার সাপোর্ট ইউকে, ক্যান্সার রিসার্চ ইউকে, দ্য গাইড ডগস ফর দ্য ব্লাইন্ড অ্যাসোসিয়েশন, ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট, দ্য রয়্যাল ব্রিটিশ লেজিওন, দ্য ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রেভেনশন অফ ক্রুয়েলটি টু চিলড্রেন, গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল চিলড্রেন’স চ্যারিটি, ডাব্লিউডাব্লিউএফ-ইউকে, ব্যাটেরসা ডগ’স অ্যান্ড ক্যাটস’ হোম ও অক্সফাম। দাতাদের গোপনীয়তা লঙ্ঘণ করায় এসব প্রতিষ্ঠানের মোট এক লাখ ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। দাতব্য সংস্থাগুলো কীভাবে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করেছে তা জানলে দাতারা হতাশ হবে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের তথ্য  কমিশনার এলিজাবেথ ডেনহাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন