News71.com
 International
 06 Apr 17, 01:58 PM
 187           
 0
 06 Apr 17, 01:58 PM

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া।।

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দেশে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে এ ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর কোরিয়ার যেকোনো স্থানে আঘাত হানা সম্ভব। আজ বৃহস্পতিবার সুত্র একথা জানায়।

পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র জাপান সাগরে আঘাত হানার একদিন পর দক্ষিণ কোরিয়া পাল্টা এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে ক্ষমতার জানান দিতেই উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে বিশ্লেষকরা ধারণা করছেন। এ দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচ্য সূচির প্রধান বিষয় হচ্ছে পিয়ংইয়ংয়ের জোরদার করা পারমাণবিক কর্মসূচি।

দক্ষিণ কোরিয়া আমেরিকার নিরাপত্তা বলয়ের মধ্যেই আছে এবং তাদের দেশে হাজার হাজার মার্কিন সৈন্য রয়েছে।উচ্চ পর্যায়ের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়,দক্ষিণ কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র ৮০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়াকে মোকাবেলায় এটিকে কাজে লাগানো যেতে পারে। ওই কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন