News71.com
 International
 06 Apr 17, 11:47 AM
 191           
 0
 06 Apr 17, 11:47 AM

সৌদি রীতি ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।।

সৌদি রীতি ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব সফরের সময় নারীদের পোশাক পরার রীতি থাকলেও তা মানেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রীতি ভঙ্গ করে মে বললেন, তার পোশাকরীতি অন্য নারীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। 

রাষ্ট্রীয় সফরে স্থানীয় সময় গত মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে অবতরণ করলে থেরেসা মেকে অভ্যর্থনা জানান দেশটির যুবরাজ। মুসলিম প্রধান দেশটিতে সৌদি নারীদের প্রচলিত পোশাকরীতি সম্পর্কে মে কে অবহিত করা হয়েছিল। কিন্তু তিনি তা মানতে অস্বীকৃতি জানান। তাই বোরখা না পরে এবং মাথা না ঢেকেই বিমান থেকে নেমে আসেন।এর আগে দেশটিতে সফরের সময় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ফার্স্ট লেডি মিশেল ওবামাও হিজাব পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন। উল্লেখ্য, আরব বিশ্বে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার সৌদি আরব। আর মে’র সফরে অর্থনৈতিক ইস্যুকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন