News71.com
 International
 06 Apr 17, 11:43 AM
 191           
 0
 06 Apr 17, 11:43 AM

তিব্বতের নেতা দালাইলামার অরুণাচল সফর নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল চীনা সরকার.....

তিব্বতের নেতা দালাইলামার অরুণাচল সফর নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল চীনা সরকার.....

আন্তর্জাতিক ডেস্ক : তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার ভারতের অরুণাচল প্রদেশ সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনার মধ্যে ক্ষোভ জানাতে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে চীনা সরকার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ‘আমরা চাই চীনের স্বার্থ ক্ষুন্ন হয় দালাইলামাকে ব্যবহার করে এমন কিছু না করুক ভারত। চীন ও ভারতের মধ্যে স্পর্শকাতর ইস্যু নিয়ে উত্তেজনা বাড়ুক, আমরা চাই এমন কিছু না করুক ভারতীয় পক্ষ।’ টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

২০০৮ সালের এপ্রিল মাসের পর এই প্রথম চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল। ওই বছর বেইজিং অলিম্পিক মশালের বিরোধিতা করে দিল্লিতে চীনা দূতাবাসের দেয়াল ভেঙেছিলেন তিব্বতীয়রা। এর প্রতিবাদ জানাতে তখন চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাওকে ডেকে পাঠায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ রয়েছে। চীন দাবি করে, এ প্রদেশ তাদের অংশ। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী, ভারত দাবি করে, এটি তাদের সার্বভৌম অঞ্চল। এ বিরোধপূর্ণ অঞ্চলের তাওয়াংয়ে চীনের চোখের বালি দালাইলামাকে সফর করতে দেওয়ার অনুমতি দেওয়ায় ভারতে দুইবার হুঁশিয়ার করেছে চীন। কিন্তু ভারত তাতে কর্ণপাত না করায় এবার রাষ্ট্রদূতকে ডেকে ক্ষোভ করতে যাচ্ছে চীনা সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন