নিউজ ডেস্ক : ইরানের পবিত্র নগরী মাশাদের কাছে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বুধবার (৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০ টা ৩৯ মিনিটে এটি আঘাত হানে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
মাশাদ নগরীর এক বাসিন্দা টেলিফোনে এএফপিকে বলেন, ‘এটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এতে অনেক আতংকের সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের সময় সবকিছু দুলছিল।’ এতে হতাহত বা ব্যাপক ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উল্লেখ্য, ২০০৩ সালে ইরানে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩১ হাজার লোকের প্রাণহানি ঘটে।