News71.com
 International
 06 Apr 17, 12:58 AM
 220           
 0
 06 Apr 17, 12:58 AM

শ্রীলঙ্কার একটি মালবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড।।

শ্রীলঙ্কার একটি মালবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড।।

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার উপকূলে মালবাহী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দেশটির নৌবাহিনী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বড় ধরনের একটি চালান নিয়ে পানামার নিবন্ধনকৃত এমএসসি ড্যানিয়েলা জাহাজটি সিঙ্গাপুর থেকে মিসর যাচ্ছিল।

নৌবাহিনী জানায়, শ্রীলঙ্কা উপকূলের প্রায় ১২০ ন্যটিক্যাল মাইল দূর থেকে গতকাল মঙ্গলবার জাহাজটি তাদের কাছে একটি বিপদ বার্তা পাঠায়। জাহাজটিতে ১৪ হাজার কন্টেইনার রয়েছে।

বার্তাটি পেয়েই শ্রীলঙ্কান নৌবাহিনী অগ্নিনির্বাপক বিশেষায়িত জাহাজ পাঠায়। জাহাজটির নেতৃত্বে ছোট কয়েকটি জাহাজও রয়েছে। নৌবাহিনীর মুখপাত্র চামিন্দা ওয়ালাকুলুগে বলেন, জাহাজের ২২ ক্রুর কেউই প্রাণ হারায়নি।

তিনি আরও বলেন, ‘ভারতীয় কোস্টগার্ডের একটি জাহাজও এই উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন চামিন্দা। জাহাজটিকে কলম্বো বন্দরের উত্তর দিকে নিয়ে আসা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন