News71.com
 International
 06 Apr 17, 12:46 AM
 216           
 0
 06 Apr 17, 12:46 AM

মার্কিন ভিসা নিয়ে ফের কঠোর হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।।

মার্কিন ভিসা নিয়ে ফের কঠোর হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।।

আন্তর্জাতিক ডেস্কঃ এইচ-১বি ভিসা নিয়ে ফের কঠোর হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হচ্ছে, এইচ-১বি ভিসার অপব্যবহার করে মার্কিনিদের বঞ্চনা করা যাবে না। মার্কিন নাগরিক অধিকার বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল টম হুইলার বলেছেন, ‘মার্কিন কর্মীদের উপেক্ষা করার জন্য সংস্থার কর্মকর্তারা যদি এইচ-১বি ভিসার অপব্যবহার করেন, তাহলে সেটা বরদাস্ত করা হবে না। যদি দেখা যায়, কোনো সংস্থা যোগ্য মার্কিন কর্মীকে বঞ্চিত করেছেন, তাহলে তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হবে। ’

এদিকে পরবর্তী আর্থিক বছরের জন্য ১ অক্টোবর থেকে বিভিন্ন সংস্থার কাছ থেকে এইচ-১বি ভিসার আবেদন গ্রহণ করতে শুরু করেছে মার্কিন প্রশাসন। ঠিক তখনই দেশের সংস্থাগুলির উদ্দেশে এমনই সতর্কবাণী দিল ট্রাম্প প্রশাসন। সাধারণ কম্পিউটার প্রোগ্রামারকে আর বিশেষ পেশা বলে মনে করছে না আমেরিকা। এতদিন সাধারণ কম্পিউটার প্রোগ্রামার হলেই এইচ-১বি ভিসা পাওয়া যেত। মার্চ মাসে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের এইচ–১বি ভিসার বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন মার্কিন নাগরিকদের একাংশ।

সমীক্ষা বলছে, প্রতিবছর বিদেশ থেকে প্রায় ১০ হাজার কর্মী আসেন আমেরিকায়, যার মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। এবং তাঁদের বেশির ভাগই তথ্য প্রযুক্তিবিদ। বারাক ওবামা রাষ্ট্রপতি থাকাকালীন আমেরিকায় ভারতীয় বা এশিয়ানদের তেমন কোনো বড় অসুবিধা ভোগ করতে হয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই এইচ-ওয়ান বি ভিসা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন