News71.com
 International
 05 Apr 17, 12:21 PM
 226           
 0
 05 Apr 17, 12:21 PM

৮৬ লক্ষ কৃষকের ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুবের সিদ্ধান্ত নিল আদিত্য যোগীর উত্তরপ্রদেশ সরকার

৮৬ লক্ষ কৃষকের ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুবের সিদ্ধান্ত নিল আদিত্য যোগীর উত্তরপ্রদেশ সরকার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশে ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুবের সিদ্ধান্ত  যোগী আদিত্যনাথ সরকার। উল্লেখ্য, উত্তরপ্রদেশে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারেবারেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করা হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিজেপির নির্বাচনী ইস্তেহারেও এই প্রতিশ্রুতি ছিল। কিন্তু ক্ষমতায় বসার প্রায় দুই সপ্তাহ উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়নি। এদিন বিকেলে সেই বহু প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠকে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুসারে যোগী সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৮৬ লক্ষ কৃষকের ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এজন্য সরকারের খরচ হবে ৩৬ হাজার কোটি টাকা।

সূত্রের খবর, যোগী সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে আলোচ্যসূচীর একেবারে প্রথমেই ছিল  কৃষকদের ঋণ মকুবের বিষয়টি। উত্তরপ্রদেশে মোট ২.১৫ কোটি কৃষক রয়েছেন। যাঁদের মধ্যে ১.৮৩ কোটি প্রান্তিক ও ৩০ লক্ষ ক্ষুদ্র কৃষক। সামগ্রিকভাবে রাজ্যের কৃষকদের ঋণ মকুব করতে রাজ্যের প্রয়োজন ছিল ৬২ হাজার কোটি টাকা। কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করার সিদ্ধান্ত নেওয়ায় তুলনায় কিছুটা কম আর্থিক বোঝা চাপবে নতুন সরকারের ওপর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন