News71.com
 International
 05 Apr 17, 12:02 PM
 199           
 0
 05 Apr 17, 12:02 PM

সাড়ে ৫ হাজার কোটি টাকা মুল্যের মাদকের চালান আটক করল অস্ট্রেলিয়ার পুলিশ ।।

সাড়ে ৫ হাজার কোটি টাকা মুল্যের মাদকের চালান আটক করল অস্ট্রেলিয়ার পুলিশ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান আটকের ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। ক্রিস্টাল মেথামপেটামাইন এক ধরণের উচ্চ ক্ষমতাসম্পন্ন সাইকোস্টিমুলেন্ট সিনথেটিক ড্রাগ,সাধারণত বরফ (আইস) নামে পরিচিত তীব্র আসক্তি সৃষ্টিকারী এই মাদকের ৯০৩ কেজি ওজনের চালানটি সম্প্রতি আটক করা হয়। যার বর্তমান বাজারমূল্য অস্ট্রেলিয়ান ডলারে ৮৯৮ মিলিয়ন বা প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার মতো বলে জানিয়েছে দেশটির আইনমন্ত্রী মাইকেল কেনান।

এছাড়া অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, মেলবোর্নে পাঠানো ওষুধের একটি চালান বহনকারী জাহাজের পাটাতনের নিচে লুকিয়ে এই বিপুল পরিমাণ মাদক চোরাচালানের চেষ্টা করা হয়। এ ঘটনায় জড়িত ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল মাদক পাচারকারীদের মৃত্যুর বণিক হিসেবে বর্ণনা করে তাদের ধরতে পুলিশের অপারেশনের ভূয়সী প্রশংসা করেন। আজ বুধবার এক বিবৃতিতে তিনি আরো বলেন, প্রায় টন পরিমাণ ‘আইস’ আটক করা বলে দেয় যে অস্ট্রেলিয়ার সীমান্ত কতোটা সুরক্ষিত। বিপুল পরিমাণ মাদকের এই চালান আটক আমাদের পুলিশের একটি দুর্দান্ত সাফল্য বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন