News71.com
 International
 05 Apr 17, 11:07 AM
 202           
 0
 05 Apr 17, 11:07 AM

রাশিয়ার কাছ থেকে ১০০টি যাত্রীবাহী সুখোই বিমান কিনবে ইরান।।

রাশিয়ার কাছ থেকে ১০০টি যাত্রীবাহী সুখোই বিমান কিনবে ইরান।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক বিমানগুলোর মধ্যে অন্যতম হলো সুখোই। আর এই সুখোই সুপারজেট যাত্রীবাহী বিমান কিনতে যাচ্ছে ইরান। এ প্রসঙ্গে রুশমন্ত্রী আলেক্সান্ডার নোভাক জানিয়েছেন, গত ১৮ মাস ধরে ১০০ আসনবিশিষ্ট এই বিমান বিক্রির জন্য মস্কোর সঙ্গে তেহরানের আলোচনা হয়েছে। আপাতত ১২টি বিমান কেনার জন্য ইরান চুক্তিবদ্ধ হয়েছে।

রুশমন্ত্রী আরও বলেন, শীঘ্রই ইরানের কাছে আরও ১৮টি বিমান বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে। এছাড়া, ইরান মোট ১০০টি সুখোই যাত্রীবাহী বিমান কিনতে আগ্রহী। রাশিয়ার বিভিন্ন মাধ্যম গত ডিসেম্বরেই জানিয়েছিল যে, রাশিয়ার বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান সুখোই ইরানের কাছে ১০০ আসনবিশিষ্ট যাত্রীবাহী বিমান বিক্রি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন